নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ২২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার দুপুর ২টার দিকে বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. কামরুল মনির।
এদিন, কাউন্সিলর পদে ১১ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন ও মেয়র পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ ছাড়া মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কাউন্সিলর পদে ১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র জমা দেন।
রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, রাসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এ্যাড. কামরুল মনির। কাউন্সিলর পদে ১১ জন ও নারী কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র সংগহ করেন। কাউন্সিলর পদে ১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০