নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং সফ্টওয়ারের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। শুক্রবার রাজশাহী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে কর্মশালার সমাপনী হয়। এরআগে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেছিলেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল,
প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সিটি কর্পোরেশনের ৪০জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্মশালার আয়োজন হয়।উল্লেখ্য, প্রথমধাপে ৪০জন কর্মকর্তা-কর্মচারীর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। আগামীতে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০