সংবাদ বিজ্ঞপ্তি : স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে অন্তভর্’ক্ত স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট অপারেশনাল প্ল্যান্টের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন সরিৎ দত্তগুপ্ত হল রুমে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসম্যূহে চিকিৎসা বর্জ্য এর আউট হাউজ ব্যবস্থাপনা জোরদারকরণে বিভাগীয় ও সিটি কর্পোরেশন পর্যায়ে সরকার কর্তৃক গঠিত কমিটির সাথে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ।
সভায় বক্তারা বলেন, হাসপাতাল বর্জ্যরে ব্যবস্থাপনা অতিব প্রয়োজন। হাসপাতালের সামগ্রিক পরিস্কার পরিচ্ছন্নতা, সেবা প্রদানকারীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস, সংক্রামক রোগের প্রসার রোধসহ পরিবেশ বান্ধব
হাসপাতাল গঠনে হাসপাতাল বর্জ্যরে ব্যবস্থাপনা একান্ত প্রয়োজন। এছাড়া সভায় হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার করণে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ডিজিএইচএস ঢাকার পরিচালক (প্রশাসন) ডা: মোঃ বেলাল হোসেন, পরিচালক (স্বাস্থ্য) ডা: গোপেন্দ্র নাথ আচার্য, রাজশাহী পরিবেশ অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ মনির হোসনে, রাজশাহীর সিভিল সার্জন ডা: মোঃ এনামুল হক, ডা: এসএমএ মান্নান, রাজশাহী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: মোঃ বুলবুল হোসেন, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পিন্টু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমানারা বেগম প্রমুখ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০