সংবাদ বিজ্ঞপ্তি : মহানগরীর পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে পরিচ্ছন্ন বিভাগের সকল সুপারভাইজারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবন সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় জানানো হয়, কোর্ট ওয়ালটন পয়েন্ট, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, শহীদ এএইচএম কামারুজ্জামান মাজার, শাহ মুখদুম মাজার, আমচত্বর, সপুরা মঠ পুকুর, পদ্মা পারিজাত লেক, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ^বিদ্যালয়, রুয়েটসহ নগরীর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমুহের সকল প্রকার পোস্টার, অবৈধ ব্যানার অপসারণ করা হবে। সভায় আরো বক্তব্য রাখেন, কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড
কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সভায় ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন পরিদর্শক মোফাজ্জল হোসেন, পরিচ্ছন্ন পরিদর্শক শাহীন রেজা, কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০