নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিনপ্লাজায় রিয়েল এষ্টেট এ্যান্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন (রেডা) উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আবাসন মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। রিয়েল এষ্টেট এ্যান্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন (রেডা) রাজশাহীর সভাপতি তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবির ও
রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। চারদিনব্যাপী মেলায় ৩২টি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন মেয়র খায়রুজ্জামান লিটন। স্টল পরিদর্শনের সময় ফিরোজা ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্বত্ত¡াধিকারী মেজবাউল বারী সওদাগর মেয়র খায়রুজ্জামান লিটনের কাছে ‘কিপ রাজশাহী ক্লিন, কিপ রাজশাহী গ্রিন’ স্লোগানকে নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যান্ডিং করার অনুমতি চান। এ সময় তাকে অনুমতি দেন মেয়র।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০