নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় জুলাই-১৯ হতে সেপ্টেম্বর ১৯ পর্যন্ত রাসিকের আয় ও ব্যয় বিষয়ে পর্যালোচনা, মেয়র শিক্ষাবৃত্তি প্রদান প্রসঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কমিটির সদস্য ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল
আলম, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবীর, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, ভেটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০