খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দ্বিতীয় মেয়াদে আগামী ২৪ এপ্রিল শপথ নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের একবিংশতম রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদকে ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ পড়াবেন স্পিকার শিরীর শারমিন চৌধুরী।
আগামীকাল ১৫ এপ্রিল শপথের জন্য দিন ধার্য্য ছিল। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শনিবার জানান, শপথের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল শপথ হবে। তবে প্রেস সচিব শপথ অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার কোনো কারণ জানাননি।
ধারনা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আট দিনের সরকারি সফরে বিদেশে যাচ্ছেন। সে কারণে শপথের আনুষ্ঠানিকতা পিছিয়ে দেয়া হতে পারে।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।
তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।
গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি।
মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর শুধু ১৯৯১ সালেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০