খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ফুটবলের সবচে বড় আসরের জন্য ব্রাজিল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপের জন্য এই জার্সির কয়েকটি ছবি আগেই ফাঁস হয়েছিল। এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলার সরঞ্জামের কোম্পানি নাইকি পাঁচবারের বিশ্ব সেরাদের জার্সির ছবি প্রকাশ করলো।
বিশ্বকাপে ২১তম আসরে দেশটির পতাকার রং গড়া হোম জার্সিটির হাতে জিকজ্যাক আবরণ রয়েছে। আর অ্যাওয়ে জার্সি গাড় নীল রং দিয়ে তৈরি করা হয়েছে। দুই জার্সির গলাই কিছুটা ‘ভি’ শেপের মতো।
১৪ জুন ২০১৮ সালে শুরু হবে রাশিয়া বিশ্বকাপ ফুটবল। চলবে এক মাসব্যাপী। এবারের আসরে গ্রুপ ‘ই’ তিতের শিষ্যদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া।
ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জার হার বরণ করে ব্রাজিল। অনেকে তো বলাবলিও শুরু করেছিলেন, ফুটবলে সেলেকাও রাজত্বের অবসান ঘটেছে।
তবে এবারের আসরে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারাকা নেইমারের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চায় দল।
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
গোল কিপার: অ্যালিশন
ডিফেন্ডার: মার্সেলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, দানি আলভেস
মিডফিল্ডার: কৌতিনহো, কাসমিরো, পাউলিনহো
ফরোয়ার্ড: নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ডগলাস কস্তা
বেঞ্চ: ডিয়াগো আলভেস, এডারশন, মিরান্ডা, ডেভিড লুইজ, আলেক্স সান্দ্রো, দানিলো, ফ্যাবিনহো, ফার্নান্দিনহো, রেনেতো অগাষ্টো, লুয়ান, উইলিয়ান, ফিরমিনো।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০