রাশিয়ায় আবারও বিষাক্ত মদ পান করে ১৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির উরাল পর্বতমালার পূর্বে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে। শনিবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দেশটি জানিয়েছে, মৃত্যুর আগে ওই ব্যক্তিরা মিথানলযুক্ত মদ পান করেছিলেন। মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে বিষাক্ত এই অ্যালকোহলটি ব্যবহার করা হয়ে থাকে।
রুশ ইনভেস্টিগেটিভ কমিটি সাধারণত বড় বড় অপরাধের তদন্ত করে থাকে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিষাক্ত মদ পানের কারণেই ওই ব্যক্তিরা মারা গেছেন।
এর আগে বিষাক্ত মদ পান করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। তদন্ত উঠে আসে, গত ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের ওই ব্যক্তিরা ওই মদ কিনে এনেছিলেন। এ ছাড়া বিষাক্ত মদ বিক্রেতাদের দু’জনকেও আটক করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০