কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় একটি বহুতল ভবন ও রিসোর্টে রাশিয়ার হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার (১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা ১৪ বলে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ড থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের ঘোষণার একদিন পরই এ হামলা করল রাশিয়া।
ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক টেলিগ্রাম বার্তায় বলেন, হামলার পর ভবনের একটি অংশ ধসে পড়ে এবং কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে। এদিকে একই অঞ্চলের একটি রিসোর্টে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানান তিনি।
এর আগে গত এপ্রিলের শেষের দিকে ওডেসার একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী। এতে সেসময় ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন মা ও তার তিন মাস বয়সী শিশুও ছিল।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০