আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট করতে চায়।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই) এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা যৌথ বিবৃতিতে এই দাবি করে।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে নানা তৎপরতা চালাচ্ছে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী। ভোট কারচুপির মিথ্যা দাবি তুলে সেসব প্রচার করে বেড়াচ্ছে। এর মাধ্যমে প্রতিপক্ষ দেশগুলো আমেরিকানদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়।
প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে আজ স্থানীয় সময় সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরুর ঠিক আগে এমন অভিযোগ তুলল দেশটির অভ্যন্তরীণ এই তিন গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, রাশিয়ার সঙ্গে জড়িত গোষ্ঠী অনলাইনে এমন একটি নিবন্ধ প্রকাশ করেছে যাতে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ভোট কারচুপি শুরু হয়েছে। তাদের এ তৎপরতা সামনে আরও বাড়বে। নির্বাচনে হস্তক্ষেপে ইরানও বিভিন্ন তৎপরতা চালাচ্ছে।
মার্কিন নির্বাচনে রাশিয়া ও ইরানের হস্তক্ষেপের অভিযোগ বেশ পুরোনো। আগেও এমন অভিযোগ তুলেছিল মার্কিন গোয়েন্দারা। তবে মস্কো ও তেহরান বরাবরই হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০