নিজস্ব প্রতিবেদক : টানা তিনদিন মেঘ ও কুয়াশার চাদরে ঢেকে থাকার পর অবশেষে সূর্যের দেখা মিলেছে রাজশাহীতে। সোমবার দুপুর একটার দিকে সূর্যের আলো দেখা যায় রাজশাহী মহানগরীর আকাশে। এর আগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজশাহী। গত শুক্রবার রাত থেকে নগরজুড়ে
কুয়াশা পড়তে শুরু করে। এরপর শনিবার রোববার ও সোমবার দুপুর পর্যন্ত একই অবস্থা ছিল। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় খেটে খাওয়া দিনমজুর মানুষজন বিপাকে পড়েন। শীতের তীব্রতায় শিশু ও বয়স্ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তবে সোমবার দুপুরে শীতের তীব্রতা কিছুটা কমেছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০