নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ্্ টেকনোলজি প্রধানদের সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের পথচলার একবছর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেমর ডা. মাসুম হাবিব।
উপাচার্য তার বক্তব্যে বলেন, অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এমবিবিএস, বিডিএস, বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া এবং পরীক্ষাসহ সবধরণের একাডেমিক কার্যক্রমের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সিন্ডিকেট গঠন সম্পন্ন হয়েছে। অধিভূক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠনের কাজ চলছে। বিশ^বিদ্যালয়ের স্থাপত্য নকশার প্রণয়নে আর্কিটেক্ট নিযুক্ত করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের লোগো (মনোগ্রাম) প্রস্তুত করা হয়েছে।
এরআগে সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের পথ চলার একবছর পূর্তি উপলক্ষ্যে অধিভূক্ত প্রতিষ্ঠান প্রধান, প্রতিনিধি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর লক্ষিপুর-সিএন্ডবি, সিপাইপাড়া প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০