নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের একাংশে বৃষ্টি হলেই ছাদ দিয়ে পড়ছে পানি। বৃষ্টির পানি পড়ায় বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। বহির্বিভাগের একাংশের পুরো মেঝেতেই পানি জড়ো হয়ে রয়েছে। এতে রোগীদের চিকিৎসা নিতে গিয়ে হাঁটা-চলা করতে সমস্যা হচ্ছে।গতকাল রোববার সরজমিনে রামেক হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টার থেকে পশ্চিম পাশের প্রায় সবগুলো বহির্বিভাগের রুমের সামনেই বৃষ্টির পানি জমা হয়ে রয়েছে। রোগীদের হাঁটা চলা করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শহিদুল্লাহ নামের এক রোগীর স্বজন বলেন, আমার রোগী অসুস্থ। হাঁটাচলা করা সমস্যা। তার উপর আবার পানি জমা হয়ে রয়েছে। তাই চলাফেরা করতে সমস্যা হচ্ছে। শুধু তিনি নন। তার মত শত শত রোগী সমস্যার মধ্যে পড়ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মেঝেতে জড়ো হয়ে থাকা পানিগুলো বহির্বিভাগের ছাদ দিয়ে পড়ছে। পানি পড়ার কারণে সেগুলো মেরামতের কাজও চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এ বিষয়ে রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশারফ হোসেন বলেন, বহির্বিভাগের পুরো আবার নতুন ভাবে মেরামত করা হচ্ছে। এ জন্য পানিগুলো পড়ছে। অল্প সময়ের মধ্যে মেরামত হয়ে যাবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০