নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিসিৎসকের সহাকারী হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ কোম্পানির এক রিপ্রেজেন্টেটিভ। নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন ধরেই এই বিভাগে হাসপাতালের কর্মচারীর মত দায়িত্ব পালন করেন কোম্পানির ওই রিপ্রেজেন্টেটিভ। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনা। কোম্পানির ওই রিপ্রেজেন্টেটিভ চিকিৎসা নিতে আসা রোগীদের সিরিয়াল লেখা থেকে শুরু করে ওষুধ বুঝিয়ে পর্যন্ত সব কাজ করে। হোমিও বিভাগ হওয়াই সেখান থেকেই টিকিট ক্রয় করতে হয় রোগীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ২৫ নং রুমে হোমিও বিভাগ অবস্থিত। সেখানে রোগীরা হোমিও চিকিৎসা নিয়ে থাকেন। হোমিও বিভাগের ২৫ নং রুম থেকেই টিকিট কেটে সেখানেই সিরিয়াল লেখে ডাক্তার দেখানো হয়। ওই বিভাগের চিকিৎসক রয়েছেন ডা. আতাউর রহমান। তার সাথে একজন নারী সহকারী থাকলেও ওই রিপ্রেজেন্টেটিভও সার্বিক সময় সহকারীর মত দায়িত্ব পালন করেন। কোম্পানির ভিজিটের পাশাপাশি ওই রিপ্রেজেন্টেটিভ এ কাজ করে থাকেন। রোগীদের যাবতীয় পরামর্শও তিনি দিয়ে থাকেন।
সরজমিনে বহির্বিভাগের হোমিও বিভাগে গিয়ে দেখা যায়, অন্যদিনের মত তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সিরিয়াল লেখাচ্ছেন। আর বের হওয়া রোগীদের ওষুধ বুঝিয়ে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে এভাবে সহকারীর মত দায়িত্ব পালন করে আসলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে বহির্বিভাগের অন্য কর্মচারীরা অভিযোগ করেছেন। রোগীদের সিরিয়াল লেখার সময় তার পরিচয় জানতে চাইলে, তিনি নিজেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবেই পরিচয় দেন। তবে এ কাজ তার কিনা বা তিনি করতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে কথা না বলেই রুমের ভেতরে প্রবেশ করেন।
এ বিষয়ে হোমিও চিকিৎসক আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, এখানে অনেক রোগী চিকিৎসা করাতে আসেন। কে তার কাজ করছে কিভাবে জানবেন তিনি। তার রুমের মধ্যে সবসময় এক লোক প্রবেশ করে কাজকর্ম করে তা তিনি দেখতে পান কিনা এমন প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সাথে কথা বলতে তার পরিচালকের জন্য নির্ধারিত মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০