নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিহ্নিত দুই দালালকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালে বহির বিভাগ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নগরীর রাজপাড়া থানা দিন বহরমপুর এলাকার মৃত আহমেদ ছেলে সেলিম ৩২ ও নগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার
ইনসান আলীর ছেলে সুমন হোসেন ২৪। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চিহ্নিত দালাল সেলিম ও সুমন রোগী ধরার জন্য বহির্বিভাগে অবস্থান করছিল। এ সময় রাজপাড়া থানা পুলিশের একটি দল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের দুই জনকে আটক করে। হাসপাতালে কর্মচারীরা জানান, সেলিম ও সুমন এরা দুইজন প্রতিদিন বহির্বিভাগের গেট ও চিকিৎসকদের চেম্বারের বাইরে অবস্থান নিয়ে রোগীদের মিথ্যা কথা বলে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। কেউ যেতে না চাইলে দালালরা তাদের সাথে খারাপ আচরণ করে
ও মারধরের হুমকি দেয়। এ ছাড়া দালাল সেলিম ও সুমন দু'জনাই সন্ত্রাসী কায়দায় দালালী করে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, চিহ্নিত এই দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
খবর ২৪ ঘ ন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০