নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৩ দিন বয়সি চুরি হওয়া কন্যা শিশু সন্তানকে উদ্ধার করেছে ডিবি ও রাজপাড়া পুলিশ। আজ শনিবার নগরীর রানীনগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও ওই নারী মহিলা চোরকে আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকেল তিনটায় এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের ২৩ নং ওয়ার্ড থেকে ওই নবজাতকটি চুরি হয়। তার মায়ের নাম কমলে। চলতি মাসে ২০ জানুয়ারী রাত ৯টার দিকে রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সদ্য নবজাতককে হারিয়ে শোকে হতবিম্বল হয়ে পড়েন তার বাবা ও মা। নবজাতকের বাবার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি হাসপাতাল এলাকায়। ওই শিশুর বাবা পেশায় একজন মুচি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০