নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আর মোট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ৪৯৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী মারা গেছে ও আইসিইউতে চিকিৎসা নিয়ে একজন ছাত্র সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং একজন চিকিৎসা নিচ্ছে। এদিকে, অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার সকাল
৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে এখন পর্যন্ত পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪৯৪ জন রোগী ভর্তি হয়। আর হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ৪৬৩ জন। ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। আর ছুটি নিয়ে বাড়ি ফেরেন ২২ জন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০