রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী ৩ জন, নাটোর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, এবং পাবনার ১ জন মারা গেছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৩৮ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.১২%। এদিকে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৮৫তম দিনে মোট ১২০১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও করোনা সংক্রমণ ও মৃত্যু কমে আসায় রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪১৮টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ২২১ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০