নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী হায়দার (৩২) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হোসনিগঞ্জ এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে। বুধবার ভোর পৌনে ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন। তার দুটি মামলায় বিচারাধীন রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান বলেন, গত একমাস ধরে কিডনি জনিত সমস্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাজতি আলী হায়দার। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। হাজতী মাদকের দুটি মামলায় কারাগারে ছিলেন তার। দু'টি মামলায় আদালতে বিচারাধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০