নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকে কেন্দ্র করে রোগীর স্বজন কর্তৃক কর্তব্যরত নার্সকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালের ব্রাদার শেরশাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চারজনের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হচ্ছে রোগী রিফাতের বন্ধু রনক। জানা গেছে, গত মঙ্গলবার রাতে মারামারি করে এসে রামেক হাসপাতালে রিফাত নামের এক রোগী ভর্তি হয়। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রোগী রিফাতের সাথে থাকা লোকজন কোন এক বিষয় নিয়ে নিজেদের মধ্যে বাকবিত-ায় জড়িয়ে পড়লে সেখানে কর্তব্যরত ব্রাদার শেরশাহ তাদের ওয়ার্ডের মধ্যে চিৎকার করতে নিষেধ করেন। এ সময় রিফাতের বন্ধু, রাব্বিসহ কয়েকজন শেরশাহকে মারধর করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পুরো হাসপাতালে বিষয়টি জানাজানি হয়ে গেলে নার্সরা কাজ ছেড়ে একসাথে জড়ো হয়ে এর প্রতিবাদ জানায়।
খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা গিয়ে রোগীর রিফাতের মা ও এক বন্ধুকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যায়। বাকি কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তারা পালিয়ে যাওয়ার পর নার্সরা কাজ ছেড়ে হাসপাতালের পরিচালকের সামনে গিয়ে নিজেদের নিরাপত্তার দাবিতে অবস্থান নেয়। পরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. মনোয়ারুল ইসলাম নার্স এশোসিয়েসনের নেতাদের নিয়ে বসে বিষয়টি মীমাংসা করেন। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত নার্সরা কোন দায়িত্ব পালন করেনি। রাজপাড়া থানার ওসির উপস্থিতে রোগীর স্বজনদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত হলে তারা কাজে ফিরে যায়। ব্রাদার শেরশাহ বাদী হয়ে ৪ জনের নামে মামলা দায়ের করেন। তবে রোগী রিফাতের মাকে ছেড়ে দেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালের নার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ময়েজ বলেন, কর্তব্যরত ব্রাদারকে অন্যায়ভাবে মারধরের প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা দেওয়া হয়েছে। বিষয়টি সুরাহা হলে সব নার্স কাজে যোগ দেয়।রামেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. মনোয়ার বলেন, রোগীর স্বজন কর্তৃক নার্সকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সবাই কাজে যোগ দিয়েছে।এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান বলেন, রামেক হাসপাতালে কর্তব্যরত ব্রাদারকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এরমধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০