নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিপ্লব কুণ্ডুর (৫০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুরের বিশ্বাসপাড়া নারায়নপুর গ্রামের মৃত বিমল কুন্ডুর ছেলে। মঙ্গলবার গভীর রাতে স্বজনরা তাকে রামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। পেশায় তিনি ব্যবসায়ী।
বর্তমানে তার লাশ রামেক হাসপাতালে সবাগারে রাখা রয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
জানা গেছে, ভারতীয় নাগরিক গত ৯ মার্চ স্বপরিবারে নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা তার শ্যালক মিন্টু কুণ্ডু’র বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিপ্লব কুণ্ডু ভারতীয় নাগরিক বুকে ব্যাথা অনুভব করতে শুরু করেন। এরপর মিন্টু কুণ্ডুর পরিবারের লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথিমধ্যেই তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন, মান্দায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে তার হার্ট অ্যাটাক হয়। এরপর তারা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০