নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম ডেঙ্গু আক্রান্ত মালেক নামের এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সোমবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পেশায় রাজমিস্ত্রী। ঢাকা থেকে ফিরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ
সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রোগী ঢাকায় রাজমিস্ত্রীর কাজ
করতেন। সদর হাসপাতালে অবস্থা খারাপ হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার ভোর পৌনে ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০