তিন দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস সংগ্রাম পরিষদের তিনদিন ব্যাপী কালো ব্যাচ ধারণ অবস্থান কর্মসূচী পালন করেছেন। কেন্দ্রীয় নার্সেস সংগ্রাম পরিষদের কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস সংগ্রাম পরিষদের ব্যনারে কালো ব্যাচ ধারণসহ অবস্থান কর্মসূচী পালন করেন হাসপাতালের সকল নার্সিং স্টাফরা। গতকাল ১৬ তারিখ পর্যন্ত কালো ব্যাচ পরিধানসহ অবস্থান কর্মসূচী অব্যহত ছিল। তিন দফা দাবির মধ্যে রয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের পেটেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের
সিদ্ধান্ত বাতিল। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিলের অন্তর্ভুক্ত তিনটি কোর্স চালু রয়েছে। বিএসসি ইন নার্সিং (৪বছর), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী (৩ বছর) এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী (৩বছর)। যেখানে প্রত্যেক স্টুডেন্টকে ভর্তি হতে হলে এইচ,এস,সি পাশ করে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্হান করে নিয়ে কোর্সে ভর্তি হয়ে ৩৬ বিষয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হয়। কিন্তু অন্যদিকে কারিগরির অন্তর্ভুক্ত পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে উল্লেখিত কোনো বৈশিষ্ট্য পূর্ণ করা হয় না। ফেব্রয়ারী বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিলেরঅধীনস্হ নার্সিং শিক্ষার্থীদের স্হগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে নেওয়া এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারী সমমান পদমর্যাদা বাতিল।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০