নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো নতুন ১৯ জন রোগী ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল থেকে মোট নতুন ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, এ পর্যন্ত মোট ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন
৫৯ জন। বর্তমানে ৫২ জন চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, রামেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে দুইজন হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে একজন ছাত্র ও একজন বয়ষ্ক নারী। ওই নারীর স্বামীও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজশাহী অঞ্চলে ডেঙ্গু রোগীর প্রকোপ বাড়ায় হাসপাতালে নতুনভাবে একটু ডেঙ্গু কর্নার খোলা হয়। যেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও হাসপাতালের ২৫ নং ওয়ার্ডকে পুরো ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ছেড়ে দেওয়া হয়। এতদিন পর্যন্ত রাজশাহীর বাইরে থেকে এসে রামেক
হাসপাতালে ভর্তি হলেও এবার রাজশাহী শহর ও দুর্গাপুর থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক নারী ভর্তি হয়েছেন। তাদের সবার চিকিৎসা চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগ হলে ভয়ের কিছু নেই ৪ দিন চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। তবে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে হবে। সেই সাথে বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে। কোথাও তিনদিন একসাথে পরিস্কার পান যাতে জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০