নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার আগ মুহুর্তে তাদের রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ড থেকে আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম জানান, গত দুই দিন আগে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনি এলাকায় দুই পক্ষ মারামারি করে সুজন নামের একজন হাসপাতালের ৫ নং ওয়ার্ডে ও ৮ নং ওয়ার্ডে আবু সাইদ নামের একজন ভর্তি হয়।
এদিকে, বুধবার বিকেল ৫টার দিকে আবু সাইদকে তার ছেলেরা দেখতে আসে। এ খবর পেয়ে সুজনের লোকজন ৮নং ওয়ার্ডে গিয়ে তাদের উপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে কর্তব্যরত নার্সরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তাদের আটক করে। পরে তাদের রাজপাড়া থানায় পাঠানো হয়। এ বিষয়ে কথা বলতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০