নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, পুঠিয়া উপজেলার ভাংড়া এলাকার বারি সরকারের ছেলে আনসার আলী (৬৫) ও রাজশাহীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকার মৃত বাবুল চন্দ্রের ছেলে স্বপন সরকার (৪৫)। গতকাল মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতাল প্রিজন সেলের ইনচার্জ মুনসুর বলেন, যাবৎজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আনসার আলী ব্রেন স্ট্রোক করে হাসপাতালের
৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি মাদক মামলার আসামী ছিলেন। এদিকে, একই দিন রাত ৮টার দিকে মাদকদ্রব্য মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী স্বপন সরকার ১৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০