নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাপোলো (৪১) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। সে রাজশাহীর মহানগরীর মতিহার থানাধীন নতুন বুধপাড়া এলাকার হারেছ আলীর ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের জরুরী বিভাগে হার্টের সমস্যা জনিত কারণে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার রাসেল বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদি এ্যাপোলো হার্টের সমস্যা জনিত কারণে
ভুগছিল। সোমবার রাতে হঠাৎ তার সমস্যা হলে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগরীর মতিহার থানার নারী ও শিশু নির্যতন মামলায় এ্যাপোলোর রাজশাহীর আদালতে ১০ বছরের সাজা হয়। গত ২০১৫ সালের অক্টোবর মাসে ২৩ তারিখে তার ১০ বছরের সাজা ও এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদÐ দেওয়া হয়। তার লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০