নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরিফুল ইসলাম (৪১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে রামেক হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মৃত আব্দুল হামিদের ছেলে। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা হয়েছিল তার। এরমধ্যে এক দেড় মাসের সাজা ভোগ
করেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, শনিবার দুপুরে রামেক হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েদি আরিফুলের মৃত্যু হয়েছে। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা খাটছিলেন তিনি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি টিবি রোগে ভুগছিলেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০