রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে এদিন রাজশাহীর ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ আসে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৭ শতাংশ।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৭০ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৩।
শামীম ইয়াজদানী জানান, করোনা সংক্রমণ আগের চেয়ে কমেছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে যাবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০