নিজস্ব প্রতিবেদক : বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা সরকারের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক, রাজশাহী বিভাগের পরিচালক, স্হানীয় সরকার, অতিরিক্ত কমিশনার দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহীর অতিরিক্ত
বিভাগীয় কমিশনার ছিলেন। আজ শনিবার সকাল ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন আজ সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০