নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বজলুর রহমান (৬৫) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সরিজ পুরান পুর গ্রামের সোহরাব আলীর ছেলে। শনিবার সকাল পৌনে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তাকে গত ৩০ জানুয়ারি পাবনা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং ওই দিনেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান বলেন, গত ৩০ জানুয়ারি কয়েদি বজলুর রহমান হূদরোগে আক্রান্ত হলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় চিকিৎসার জন্য। ওইদিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০