নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরো নতুন ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এদিন চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন রোগী। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৮ জন। শুরু থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে ২২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এরমধ্যে ১৩৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে অন্যান্য দিনের
তুলনায় ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়। প্রতি ঘণ্টায় ১ জনের বেশি রোগী ভর্তি হয়েছে। এভাবে রোগী ভর্তি হতে থাকলে রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বেড সংকট আরো বেশি প্রকট হবে। বর্তমানেও হাসপাতালের বেড না পেয়ে অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। কারণ মেডিসিন ওয়ার্ডগুলোতে বছরের অন্যান্য সময়ও বেশি রোগী
ভর্তি থাকেন। ডেঙ্গু কর্নার ও ২৫ নং ওয়ার্ডেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ৩৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য দিনের তুলনায় এদিন বেশি রোগী ভর্তি হয়েছে। ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে ২৫ জন। আর মোট রোগী ভর্তি হয় ২২২ জন। এরমধ্যে ১৩৪ জন ছুটি নিয়ে বাড়ি গেছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০