নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে দুই দালাল আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ এলাকার মৃত জামানের ছেলে রিপন (৩৫) ও কলাবাগান এলাকার আব্দুল প্রামাণিকের ছেলে আমিনুর রহমান (৩৯)। আজ সোমবার বিকেলে ৪ টার দিকে তাদের লক্ষ্মীপুর পুলিশ বক্সের সদস্যরা তাকে আটক করে।
এ তথ্য নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বলেন, আজ সোমবার বিকেলে রামেক হাসপাতাল আউটডোর এর সামনে দিয়ে দুই দালাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ধরে নিয়ে বাইরে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তিনি দুই দালালকে আটক করেন। পরে তাদের রাজপাড়া থানায় পাঠানো হয়। তিনি আরো বলেন, রাজপাড়া থানার ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০