নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ধুমপান মুক্ত এলাকা হলেও এর ভেতরে পান-সিগারেটের দোকান দিয়ে রমরমা ব্যবসা চালানো হচ্ছে। নিয়ম-নীতি না মেনেই স্থানীয়রা হাসপাতালের জরুরী বিভাগের গেটের মধ্যে পান-সিগারেটের দোকান দিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পান-সিগারেটের ব্যবসা চালিয়ে আসলেও হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের কোন ব্যবস্থা গ্রহণ করে না। এ জন্য একের পর এক জরুরী বিভাগের গেটের অভ্যন্তরে পান-সিগারেটের দোকানের সংখ্যা বাড়ছে।
সরজমিনে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভেতরে গিয়ে দেখা গেছে, জরুরী বিভাগের সামনের দুই ধারে অসংখ্য পান সিগারেটের দোকান। দোকানিরা দেদারসে হাসপাতালের ভেতরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
দুই ধারে দোকান বসানোর কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির মধ্যে পড়তে হয়। শুধু তাই নয় পান সেই দোকানগুলোতে স্থানীয় বখাটেরা সিগারেট ধরিয়ে আড্ডা দেয়। এ সময় রোগীর নারী স্বজনদের তারা বিভিন্ন অশালীন কথাবার্তা বলে হয়রানি করে বলে অভিযোগ রয়েছে। এতকিছুর পরেও হাসপাতাল প্রশাসন তাদের উঠানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি। জরুরী বিভাগের গেট দিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতায়াত করে। আর সেখানে বসেই ধুমপায়িরা ধুমপান করে। যা রোগীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফাহিমা নামের এক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতালের ভেতরে সিগারেটের দোকান বসে কিভাবে? হাসপাতাল প্রশাসন কেন কোন ব্যবস্থা গ্রহণ করেনা তা আমার বুঝে আসেনা। আমি হাসপাতালে প্রবেশের সময় সিগারেটের দোকানে বসে থাকা কয়েকজন বখাটে বিভিন্ন কথা বলে আমাকে হয়রানি করে। তাই ফাহিমা নামের ওই নারী বলেন, দ্রুত এসব দোকান উঠানোর ব্যবস্থা করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
আরেক রোগীর স্বজন বলেন, হাসপাতালের ভেতরে পান-সিগারেটের দোকান থাকবে এটাও দেখতে হবে আশা করিনি। তাই তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে, নাম না প্রকাশ করার জন্য হাসপাতালের এক কর্মচারী অভিযোগ করে বলেন, হাসপাতালের পুলিশকে মাসোয়ারা দিয়েই স্থানীয়রা পান-সিগারেটের দোকান বসিয়ে ব্যবসা করে আসছে। এ জন্য তাদের কিছু হয় না। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এর আগেও এ বিষয়ে জানতে তার কাছে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০