নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল হাসপাতালের বহির্বিভাগ থেকে রাকিবুল ইসলাম (২৩) নামের এক রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। আটক দালাল নগরীর বোয়ালিয়া থানাধীন রমজান আলীর ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে নগরীর লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব বলেন,
বহির্বিভাগের কার্যক্রম চলাকালে চিকিৎসা নিতে আসা রোগী ধরার জন্য বহির্বিভাগে অবস্থান করছিল দালাল রাকিবুল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বহির্বিভাগে গিয়ে তাকে আটক করা হয়। তাকে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, আটক দালাল রাকিবুলসহ অনেক নারী-পুরুষ দালাল চিকিৎসা নিতে আসা রোগীদের কম টাকায় টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে বাইরের নি¤œমাণের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে প্রতারণা করে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০