রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। বুধবার (১০ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৯ জন। করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫ জন।
শামীম ইয়াজদানী জানান, একদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গে নাটোরের একজন ও পাবনার একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৭ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৪৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০