নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধা ও তার ছেলের উপর হামলার ঘটনায় দুই ইন্টার্ন চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য ইসাহাক আলী বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি দয়ের করেন।
মামলার আসামিরা হলেন, রামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন, ইন্টার্ন চিকিৎসক শোভন ও আবদুর রহিম। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ এ তথ্য নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধা ইসাহাক আলী রামেক হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক সহ তিনজনের নামে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে তিনি বলেছেন, তিনি স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে গেলে তার স্ত্রী চিকিৎসা না পেয়ে বিনা চিকিৎসায় মারা
যায়। তার ছেলে চিৎকার করে কান্না করলে ইন্টার্ন চিকিৎসকরা তাকে মারধর করে ও তার ছেলেকে মারধর করে। এ সময় তার পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে নেই। এমনকি তার দাড়ি ধরে মারধর করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন তিনি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সাড়ে আটটার দিকে রামেক হাসপাতালে বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধার স্ত্রী মারা যায় তিনি অভিযোগ করেন। এরপর তারা ইন্টার্ব চিকিৎসকদের রোষানলে পড়েন। ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকেরা উল্টো তার ছেলে রাকিবুল কে ক্ষমা চেয়ে নেওয়ার পরে পুলিশের হাতে তুলে দেয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০