রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও করোনা থেকে সুস্থ হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালে অপর দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৩২৭টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ২৭.২২ শতাংশ।
অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১৪৬ শয্যা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬০ জন। তার মধ্যে করোনা ঘণ্টায় রোগী রয়েছে ৪৫ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৪ জন রোগী। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ৪ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ১১ জন রোগী।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০