নিজস্ব প্রতিবেদক :
সকাল পৌনে ১০টাতেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের দেখা পাননি বলে রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ৬ জানুয়ারী রোববার সকাল পৌনে ১০টায় সরজমিনে রামেক হাসপাতালের বহির্বিভাগে গেলে চিকিৎসা নিতে আসা রোগীরা এ অভিযোগ করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করে জানান, তারা দুর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন। মাত্র ১০ টাকায় বহির্বিভাগে চিকিৎসা পাওয়া যায়। তাই সকাল সকাল চিকিট কেটে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। কিন্ত সকাল পৌনে ১০টার মধ্যেও বহির্বিভাগের মেডিসিন ও হাড়জোড় চিকিৎসকদের চেম্বার ছিল চিকিৎসক শুন্য।
তারা এ সময়ের মধ্যে এসে বসেননি। অথচ অফিস সময় সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এ জন্য দুরের রোগীরা আগেভাগেই বহির্বিভাগে এসে ভিড় জমান। কিন্ত আগে এসেও এদিন বেশি সুবিধা করতে পারেন নি তারা। কারণ সকাল ১০টা হতে হতে অনেক রোগীর ভিড় জমে যায়। রোগীদের অভিযোগে বহির্বিভাগের মেডিসিন ও হাড়জোড় চিকিৎসকদের কক্ষের সামনে গিয়েও কাউকে দেখা যায়নি। রোগীরা টিকিট নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে ডাক্তার আসার অপেক্ষা করছিলেন। সুরুজ নামের এক মধ্যবয়স্ক চিকিৎসা নিতে আসা ব্যক্তি অভিযোগ করে বলেন, আমি সকাল ৯টায় এসেছি। তখন থেকেই ছেলেসহ বসে আছি কিন্ত ডাক্তার আসেনি। আসে এসেছিলাম ভিড় কম থাকতেই দেখিয়ে চলে যাওয়ার আশায়। কিন্ত তা সম্ভব হয়নি। এখন অনেক রোগী এসে ভিড়
জমিয়েছেন। সাহারুল নামের আরেক ব্যক্তি বলেন, আজ আগে এসেও লাভ হলোনা। কাল পরে আসার কারণে দেখানোর সুযোগ পায়নি। আজ আগে আসলেও ডাক্তার না আসার কারণে বসে রয়েছি। ডাক্তার আসলে দেখাবো। তবে সকাল পৌনে ১০টার দিকে এক নারী চিকিৎসককে আসতে দেখা যায়। বাকিদের তখনও দেখা যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস সময়। সকাল ৮টাতে চিকিৎসকরা না বসতে পারলেও ৯টার মধ্যে বসে যাওয়ার কথা। পৌনে ১০টা পর্যন্ত রোগীরা চিকিৎসকের দেখা পায়নি এমন বিষয় আমাদের জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০