রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের নতুন ৮ শিক্ষক পিএচডি ডিগ্রি লাভ ও নবীন শিক্ষার্থীদের বরণ করেছে সমাজ বিজ্ঞান সমিতি। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের তারা।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার আলী ইসলামের সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ও বিভাগের অধ্যাপক ড. মিজান উদ্দিন, অধ্যাপক মো. ফয়জার রহমান, বিজয় কৃষ্ণ বণিক, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, এসএম কায়েস, আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘এই দেশের জন্য, সামজের জন্য কাজ করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আপনাদের প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে’। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের তিনটি দায়িত্ব আছে। আপনার পরিবারের স্বপ্ন পুরণে কাজ করতে হবে। তবে ভেঙে পড়া চলবে না। বিপদে আপদে বাকা পথে হাটা যাবে না। মনে রাখবেন আপনারা বিশ্ববদ্যিালয়ে পড়েন গোটা দেশেরে খেটে খাওয়া মানুষের পয়সা দিয়ে’।
এসময় বিভাগের অন্যান্য শিক্ষকসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০