রাবি শিক্ষার্থীদের পরিবহণ ও আবাসিক হল ফি মওকুফ - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ১১:৩৬ পি.এম
রাবি শিক্ষার্থীদের পরিবহণ ও আবাসিক হল ফি মওকুফ
শিক্ষার্থীদের গত ১৮ মাসের পরিবহণ ও আবাসিক হল ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেটের ৫০৬ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে সকল শিক্ষার্থীর নিকট ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে গতকাল বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯ তম সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। সিন্ডিকেট আজ তার চূড়ান্ত অনুমোদন দিল।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০