রাবি প্রতিনিধিঃ দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ও কোটা সংস্কারেরর দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে তারা সকাল ১০টা ৩৫ মিনিটে মহাসড়কে অবস্থান নেয়।
এরআগে কোটা সংস্কারের বিষয়ে অর্থমন্ত্রী ও কৃষিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি স্থগিতের সাড়ে ৪ ঘণ্টা পর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আবারও আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টায় কর্মসূচির স্থগিত ঘোষণা করেছিলো কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক কমিটি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সংসদে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় এবং মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘বাজেটের আগে কোটা সংস্কারের উদ্যোগ নেয়া সম্ভব নয়’ এমন ঘোষণা দেয়ায় আবারও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিক্ষোভের ঘোষণা দেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০