রাবি শিক্ষক সমিতির নির্বাচনে গুরুত্বপূর্ণ পদ সমূহে বিএনপি প্যানেল জয়ী - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০১৮, ৫:৩০ পি.এম
রাবি শিক্ষক সমিতির নির্বাচনে গুরুত্বপূর্ণ পদ সমূহে বিএনপি প্যানেল জয়ী
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল) থেকে প্রতিদ্বন্দীতা করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৬টি পদে জয়ী হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডীন ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফার্মেসী বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ।
সমিতির অন্যান্য পদে সাদাদলের জয়ীরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এবিএম হামিদুল ঘোষ ও সদস্য পদে দুই জন নির্বাচিত হন।
সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার রিটার্নিং অফিসার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী।
অন্যদিকে হলুদ প্যানেল থেকে যুগ্ন-সম্পাদক পদে ড. আব্দুল্লাহ আল মারুফ এবং ৮টি সদস্য পদে জয়ী হয়েছেন।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০