রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সহকারী প্রক্টর পদে নতুন দুই শিক্ষক নিয়োগ পেয়েছেন। রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত দুই শিক্ষক হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার মো. সারোয়ার আলম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান।
রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সাবেক দুই সহকারী প্রক্টর; লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলামের মেয়াদ পূর্ণ হয়েছে। তাদের স্থলে অধ্যাপক ড. মো. আরিফুর রহমান এবং অধ্যাপক আবুল বাশার মো. সারোয়ার আলমকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, রবিবার দুপুরে এই দুই শিক্ষক তাদের পদে যোগদান করেছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০