রাবির সমাবর্তন বক্তা আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০১৮, ৬:০৫ পি.এম
রাবির সমাবর্তন বক্তা আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের সকল প্রস্তুতি প্রায় শেষ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও
ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। সমাবর্তনের দিনে উদ্বোধন হবে দুইটি আবাসিক হল। সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেটভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এরই সমাবর্তন প্যান্ডেল তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানের আগে ছাত্রীদের জন্য 'দেশরন্ত শেখ হাসিনা হল' নামে ও ছাত্রদের জন্য 'শহীদ এ এইচএম কামারুজ্জামান' হল নামে দুইটি দশ তলা বিশিষ্ট আবাসিক হল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। হল গুলোর নির্মাণ কাজ জানুয়ারি নাগাদ দৃশ্যমান হতে পারে।
এদিকে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজ্দ্দুীন। আর ২য় বারের মতো ডি-লিট ডিগ্রি ও অভিজ্ঞানপত্র প্রদাণ করা হবে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে।
আয়োজনের নানা সুবিধার বিষয়ে তিনি বলেন, নিবন্ধনকৃত ৬ হাজার শিক্ষার্থীর খাবার ব্যববস্থাপনায় থাকবে ১০ টি ফুড কর্ণার। সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গান পরিবেশন করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির অবস্থানকালে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের আসা যাওয়া সাময়িক বন্ধ থাকতে পারে। কারণ রাষ্ট্রপতির নিরাপত্তার রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এসএসএফ সদস্যরা। এছাড়া মূল আয়োজন স্পট স্টেডিয়ামে শুধুমাত্র নিবন্ধনকৃতরা প্রবেশ করতে পারবে
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০