রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন 'তির্থক নাটক' এর সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ অন্তরের সাথে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করেছে সংগঠনটি। আজ সোমবার দুপুরে সংগঠনটির আহবায়ক ইমরান হোসেন সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনটির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে, এবং আগামী দিনে তার কোন কর্মকান্ডের দায়ভার তীর্থক বহন করবে না।
এব্যাপারে জানতে চাইলে আব্দুল মজিদ অন্তর বলেন, " আমি দীর্ঘদিন ধরে তীর্থক নাটকে যাই না, সম্পর্ক ছিন্নের বিষয়টি আজ সাংবাদিক দের মাধ্যমে জানতে পারলাম"
এদিকে সংগঠনটির বর্তমান আহবায়ক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, " আব্দুল মজিদ অন্তর আসলে তীর্থক নাটকের একজন কর্মী,পরে যুগ্ম আহবায়কও ছিল। তীর্থকের হয়ে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের পদও পেয়েছিল কিন্তু অনেক দিন ধরে সে তীর্থকে আসা-যাওয়া করে না কারন তার পড়াশুনা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তার সাথে আমাদের কিছু সাংগঠনিক ইস্যু ছিল এবং বিভিন্নদিক থেকে আমাদের কে তার সাথে সম্পর্কের বিষয়টি পরিস্কার করার কথা বলা হয়েছে তাই আমরা তার সাথে সাংগঠনিক সম্পর্কের বিষয়ে আমাদের অবস্থান জানিয়েছি"।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০