রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবদুস সালাম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিসার ইউনিটের উপ-রেজিস্ট্রার ইউসুফ আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে এই পদে বদলি করা হয়।
এছাড়া ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন সরকার।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
অধ্যাপক আবদুস সালাম গত বছরের ২ ফেব্রæয়ারি থেকে চুক্তি ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিতে উপাচার্যকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে অধ্যাপক এমএ বারী রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে গত এক সপ্তাহ রেজিস্ট্রারের পদটি শুন্য ছিল।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০