রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি আব্দুল্লাহ আল মামুন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০১৮, ৫:২৩ পি.এম
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি আব্দুল্লাহ আল মামুন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
রোববার সকাল এগারটায় বিভাগ সভাপতির চেম্বারে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের এই সহযোগী অধ্যাপক।
এর আগে ড. প্রদীপ কুমার পাণ্ডে ২০১৫ সালের ৫ ই মে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব হস্তান্তর কালে বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এদিকে বিভাগটির সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ৩ জন শিক্ষক। তারা হলেন অধ্যাপক খাদেমুল ইসলাম,অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। তারা অধ্যাপক হিসেবে বিভাগে যোগ দেন।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০