রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তির সকল কার্যক্রম শেষ হলেও এখনো পর্যন্ত শূন্য রয়েছে ৭৬টি আসন। তবে এই শূন্য আসনে ফের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রবেশপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এ ইউনিটের কো-অর্ডিনেটর ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম আহসান কবির।
এর মধ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১৩টি, উর্দূ ৩০টি, সংস্কৃত ২৩টি, ইংরেজী ২টি, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ৭টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ১টি খালি রয়েছে।
এ বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম আহসান কবির জানান, ‘এ’ ইউনিটে কলা, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের আইন অনুষদের অফিসে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যে সকল পরিক্ষার্থী প্রবেশপত্র জমা দিতে ব্যর্থ হবে তারা ভর্তির জন্য বিবেচিত হবে না’।
এছাড়া জমাকৃত প্রবেশপত্র মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৪ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে অনলাইনে ফরম পূরণ করে ৬ ফেব্রুয়ারী বিকেল ৪টার মধ্যে নির্ধারিত বিভাগে ভর্তি হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ru.ac.bd) ) পাওয়া যাবে
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০